Khoborerchokh logo

গাজীপুরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত-৩ গুরুতর- আহত-১ 257 0

Khoborerchokh logo

গাজীপুরে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত-৩ গুরুতর- আহত-১

রনি আহম্মদ:
মঙ্গলবার গাজীপুর মেট্রোপলিটন এর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় বালুর ট্রাক এবং অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত। নিহত তিন জনের মধ্যে ১ জনের নাম ঠিকানা পেয়েছে থানা পুলিশ,বাকি দুই জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।নিহত মোঃ আনিছুর রহমান (৩২) পিতা মৃত তফিজল গ্রামঃ নিজ ভুগদাপুরি থানা ডোমার,জেলা নীলফামারি।
ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন এর বাসন থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,ওসি তদন্ত শেখ মিজানুর রহমান ও সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম। সাব ইন্সপেক্টর সফিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ট্রাকের চালক ও হেলপার পলাতক।বালুর ট্রাকটি থানায় আটক করা হয়েছে। ট্রাকের রেজুষ্টেশন নাম্বার ঢাকা মেট্রো- ট- ২০-৪৪৮৮, পরে পুলিশ ট্রাক'টিকে আটক করে বাসন থানায়  নিয়ে যায়।ট্রাকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ও পুলিশ জানায়।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com